স্বামীর শেষকৃত্যে ছেলে বন্ধক, টাকা জোগাড় করতে গিয়ে নিখোঁজ মা


প্রকাশিত: ১০:৫২ এএম, ১৮ মে ২০১৭

স্বামীর শেষকৃত্যের জন্য টাকা জোগাড় করতে পারছিলেন না রীতা। বাধ্য হয়ে মাত্র দুই হাজার টাকায় কোলের ছেলেকে বন্ধক রাখেন তিনি। কথা ছিল টাকা জোগাড় করে তা ফেরত দিয়ে ফিরিয়ে নেবেন ছেলেকে। বন্ধকীর সেই সেই টাকা রোজগার করতে আগ্রা গিয়েছিলেন অাসামের ডিমাপুরের রীতা।

কিন্তু টাকা রোজগারের পর গত সোমবার বাড়ি ফেরার পথে ট্রেন থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনি। ডিমাপুর পুলিশ বলছে, ওইদিন সকালে আগ্রা স্টেশনে রীতা নামের ওই নারীকে একা বসে থাকতে দেখেন নরেশ পরেশ নামের একজন সমাজকর্মী। তিনিই টুন্ডলা স্টেশন থেকে ডিমাপুরগামী ব্রহ্মপুত্র ট্রেনে তুলে দিয়েছিলেন তাকে।

তবে ব্রহ্মপুত্র মেইলে রীতাকে বুধবার পর্যন্তও খুঁজে পায়নি ডিমাপুর পুলিশ। নরেশ জানান, জিআরপি কনস্টেবল আমাকে মৌখিকভাবে আশ্বাস দিয়েছিলেন তাকে ডিমাপুর নামিয়ে দেবেন। এরপর রাত আড়াইটা নাগাদ রীতাকে ব্রহ্মপুত্র মেইলের জেনারেল কামরায় তুলে দিয়ে আগ্রা ফিরে আসি।

তবে নরেশের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে টুন্ডলা স্টেশনে কর্মরত জিআরপি কর্মী সত্যেন্দ্র শর্মা জানিয়েছেন, ওইদিন স্টেশনে এরকম কোনো ঘটনা ঘটেনি। কেউ তার কাছে কোন রকম সাহায্য চাননি। ওইদিন ব্রহ্মপুত্র মেইলে এরকম কোনো নারী উঠেনি বলেও জানান তিনি।

অন্যদিকে, ডিমাপুর পুলিশের সহকারী কমিশনার আকুম লাম বলেন, ট্রেন ডিমাপুর পৌঁছানোর পর আমরা জেনারেল কামরায় ওই নারীকে খুঁজে পাইনি। এখন স্টেশনের সিসিটিভি ফুটেজের ওপরই ভরসা করতে হবে। আনন্দবাজার।

কেএ/এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।