কাতারে দুর্ঘটনায় ৩ নির্মাণ শ্রমিক নিহত


প্রকাশিত: ১০:৩১ এএম, ১৮ মে ২০১৭

কাতারে সেনাবাহিনীর স্থাপনা নির্মাণ এলাকায় দুর্ঘটনায় তিন শ্রমিক নিহত হয়েছে। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। খবর এএফপির।

কাতারের বার্তা সংস্থার ওয়েবসাইটে উপসাগরীয় রাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক বিবৃতিতে জানানো হয়েছে, কাতারের সশস্ত্র বাহিনীর একটি নির্মাণ এলাকায় দুর্ঘটনায় তিনজন নিহত ও আরও কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। তবে কখন, কীভাবে, কোথায় দুর্ঘটনা ঘটেছে তা বিস্তারিত উল্লেখ করা হয়নি।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, সব রকম সুবিধাসহ সর্বাধিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য মন্ত্রণালয় প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে ২০১৩ সালের জুন মাসে একটি আশ্রয়কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ জন শ্রমিকের প্রাণহানি ঘটে।

শ্রমিকদের কাজের পরিবেশ নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক সমালোচিত হয়েছে কাতার। এর মধ্যেই বিতর্কিতভাবে ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক হিসেবে দেশটিকে নির্বাচন করা হয়েছে।

গত জানুয়ারি মাসে খলিফা স্টেডিয়ামে নির্মাণ কাজের সময় উপর থেকে পড়ে গিয়ে নিহত হন জ্যাক কক্স নামের এক শ্রমিক। চলতি সপ্তাহের শেষের দিকে ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের জন্য ওই স্টেডিয়াম উদ্বোধনের কথা রয়েছে।

তবে সমালোচনা সত্ত্বেও অভিবাসী শ্রমিকদের ব্যাপারে সকল অভিযোগ অস্বীকার করে আসছে কাতার। বর্তমানে দুই মিলিয়নের বেশি শ্রমিক দেশটিতে কাজ করছেন।

কেএ/টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।