ওকলাহোমায় টর্নেডোতে বিপর্যস্ত জনজীবন


প্রকাশিত: ১২:১১ পিএম, ০৭ মে ২০১৫

মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় টর্নেডোর আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঝড়ের পূর্বাভাস থাকায় হতাহতের ঘটনা না ঘটলেও অনেক ঘরবাড়ি ধ্বংস হয়েছে বলে জানিয়েছে জরুরি বিভাগ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্ক থেকে প্রায় ২০ মাইল দূরের এই শহরের শতশত ঘরবাড়ি ঝড়ের কবলে পড়ে পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে।

বুধবার যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে আরো কয়েকটি টর্নেডোর পূর্বাভাস দিয়ে স্থানীয়দের ওই এলাকা থেকে নিরাপদে সরে যেতে বলা হয়।

এ জন্য বিশেষ ধরনের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।