ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ


প্রকাশিত: ১১:৫১ এএম, ০৭ মে ২০১৫

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ফলোঅনের শঙ্কায় পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে টাইগারদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১০৭ রান। ফলোঅন এড়াতে বাংলাদেশের আরও প্রয়োজন ২৫১ রান। সাকিব ১৫ রান নিয়ে ব্যাট করছে।

প্রথম ইনিংসে পাকিস্তানের ৫৫৭ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই তামিমের উইকেট হারায় টাইগাররা। ব্যক্তিগত ৪ রান করে আউট হন প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি করা টাইগার এই ব্যাটসম্যান। দ্বিতীয় উইকেটে ৩৪ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন খুলনা টেস্টে ১৫০ রান করা ইমরুল কায়েস ও মুমিনুল হক। কিন্তু ১৩ রান করে মুমিনুলও হয়েছেন জুনায়েদের শিকার।

তৃতীয় উইকেটে মাহমুদুল্লাহকে সাথে নিয়ে ৩১ রানের জুটি গড়েন ইমরুল। তবে ব্যক্তিগত ৩২ রান করে আউট হন ইয়াসিরের বলে বোল্ড হন প্রথম টেস্টে সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান। এরপর ২৮ রান করলে রিয়াদ আউট হলে চাপে পড়ে টাইগাররা।

দিনের শেষ দিকে সাকিব-মুশফিক ২২ রানের জুটি গড়ে লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছিলেন। তবে শেষ বলে ১২ রান করা মুশফিক আউট হলে ফলোঅনের শঙ্কায় পড়ে টাইগাররা।

দ্বিতীয় দিন দ্বিতীয় ওভারে বল করতে এসে ঘূর্ণি জাদুতে মিসবাহ উল হককে বোল্ড করে দুর্দান্ত সূচনা করেন সাকিব আল হাসান। গ্যালারিভর্তি দর্শকরা আশায় বুধ বাঁধেন দিনটা হয়তো হতে যাচ্ছে টাইগারদের। কিন্তু পেস তারকা শাহাদাত হোসেনের অনুপস্থিতি ও স্পেশালিস্ট বোলারের স্বল্পতা দুশ্চিন্তায় ফেলে দেয় টাইগার অধিনায়ক মুশফিককে।তবে আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান আজহার আলী ব্যাটিং করে যাচ্ছেন কঠিন দৃঢ়তায়। ১৯৯ রানে থাকার সময় সাকিবের বলে ছয় মেরে পূর্ণ করে ফেলেছেন ক্যারিয়ারের প্রথম দ্বিশতক।

তবে দলীয় ৫৩০ থেকে ৫৫৭, মাত্র ২৭ রানের মধ্যে পাকিস্তানের ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশ। দলীয় ৫৩০ রানে ডাবল সেঞ্চুরি করা আজহারকে ফিরিয়ে বড় জুটি ভাঙেন শুভাগত হোম। লং অফে আজহারের ক্যাচ নেন মাহমুদউল্লাহ। ২২৬ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন আজহার। তার ৪২৮ বলের ইনিংসে ছিল ২০টি চার ও ২টি ছক্কার মার। আজহার-শফিক জুটিতে আসে ২০৭ রান।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।