মার্কিন নির্বাচনে রুশ সংযোগ তদন্তে সাবেক এফবিআই পরিচালক


প্রকাশিত: ০৩:২০ এএম, ১৮ মে ২০১৭

মার্কিন নির্বাচনে রাশিয়ার সম্ভাব্য হস্তক্ষেপ তদন্তে এফবিআইয়ের সাবেক পরিচালক রবার্ট মুলারকে নিয়োগ দিয়েছে দেশটির বিচার বিভাগ।

রবার্ট মুলারের নাম ঘোষিত হওয়ার পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, জনগণের স্বার্থেই প্রশাসনের বাইরের কাউকে এই তদন্ত ভার দেয়া হয়েছে।

এ নিয়োগের প্রশংসা করেছেন উভয় পক্ষের রাজনীতিবিদরা।

গেল সপ্তাহে এফবিআই পরিচালকের পদ থেকে জেমস কমি বরখাস্ত হওয়ার পর থেকেই এ ঘটনা তদন্তে বিশেষ কাউকে নিয়োগের দাবি ওঠে।

মার্কিন নির্বাচনে রুশ সংযোগের বিষয়টি খতিয়ে দেখছে এফবিআই ও কংগ্রেস।

মার্কিন গোয়েন্দাদের বিশ্বাস, নির্বাচনের ফল মস্কো রিপাবলিকানদের পক্ষে নেয়ার চেষ্টা করেছিল।

রাশিয়ার বিরুদ্ধে সর্বশেষ অভিযোগ উঠেছে, মার্কিন সরকারের সন্ত্রাস দমন বিষয়ক গোপন তথ্য তিনি রুশ কর্মকর্তাদের হাতে তুলে দিয়েছেন।

ট্রাম্পের আশা, মুলারের নতুন নিয়োগ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ থেকে তাকে মুক্তি দেবে। এরআগে হোয়াইট হাউস বলেছিল, এ ঘটনার তদন্তে বাইরের কারো প্রয়োজন নেই।

যে কাজের জন্য মুলারকে নিয়োগ দেয়া হয়েছে তার জন্য তিনিই ঠিকঠাক বলে অভিহিত করেছেন সিনেটর চাক শুমার। 

রবার্ট মুলার বলেছেন, আমি নতুন এই দায়িত্ব গ্রহণ করলাম এবং আমি তা পালনে সর্বোচ্চ সচেষ্ট থাকব।

এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।