পাক-বাংলাদেশ সম্পর্ক জোরদারের আহ্বান


প্রকাশিত: ০৯:১৫ এএম, ১৭ মে ২০১৭

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক জোরদার ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচার বিষয়ক প্রতিমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব। খবর সামার।

ইসলামাবাদে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, শিল্প ও সংস্কৃতির আদান-প্রদানের মাধ্যমে দুই দেশের মধ্যে স্বার্থ সংহতির একটি জায়গা তৈরি হতে পারে।

মরিয়ম আওরঙ্গজেব আরও বলেন, এই অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে। এছাড়া শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য পাকিস্তান কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

কেএ/টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।