আফগানিস্তানে টিভি-রেডিও স্টেশনে বন্দুকধারীদের হামলায় নিহত ৩


প্রকাশিত: ০৭:৪৮ এএম, ১৭ মে ২০১৭

আফগানিস্তানে সরকারি টিভি ও রেডিও স্টেশনে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। হামলাকারীরা সুইসাইড ভেস্ট পরিহিত ছিল। নানগার প্রদেশের রাজধানী জালালাবাদে অবস্থিত টিভি ও রেডিও স্টেশনে ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এটি পাকিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্তে অবস্থিত। খবর আল জাজিরার।

বুধবার দেশের রেডিও টেলিভিশন আফগানিস্তান (আরটিএ) নামের সরকারি টিভি-রেডিও স্টেশনে হামলা চালানোর পর ওই স্টেশনের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকধারীদের তীব্র গুলি বিনিময় হয়।

পুলিশ জানিয়েছে, হামলাকারীদের মধ্যে দু’জন তাদের সঙ্গে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়। হামলায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তানে তালেবান জঙ্গি গোষ্ঠী প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।