চার আইএস নেতাকে ধরতে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা


প্রকাশিত: ০৬:৫৯ এএম, ০৭ মে ২০১৫

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর চার শীর্ষ নেতার বিষয়ে তথ্য দিতে পারলে ২ কোটি ডলার পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র সরকার। আইএসের ওই চার নেতা হলেন, আব্দ আল-রহমান মুস্তাফা আল-কাদুলি, আবু মোহাম্মদ আল-আদানি, তারখান তায়ুমুরাজোভিচ বাতিরাশভিলি এবং তারিখ বিন-আল-তাহার আল ফালিহ আল-আওনি আল-হারজি।

এদের যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের `রিওয়ার্ড ফর জাস্টিস` প্রকল্পে ঘোষিত সন্দেহভাজনদের নামের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে বুধবার জানিয়েছে বিবিসি।

কাদুলিকে আইএসের জ্যেষ্ঠ নেতা হিসেবে বর্ণনা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তার বিষয়ে তথ্য দেওয়ার জন্য ৭০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে।

কাদুলি এর আগে আল-কায়েদার ইরাক শাখায় যোগ দিয়েছিলেন। আদানি ও বাতিরাশভিলি, প্রত্যেকের জন্য ৫০ লাখ এবং হারজির জন্য ৩০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে।

আদানিকে আইএসের দাফতরিক মুখপাত্র, বাতিরাশভিলিকে উত্তর সিরিয়ার যুদ্ধক্ষেত্রের কমান্ডার এবং হারজিকে আইএসের আত্দঘাতী বোমা হামলাকারীদের প্রধান হিসেবে বর্ণনা করা হয়েছে। আইএসের শীর্ষ নেতা আবু বকর আল-বাগদাদির বিষয়ে তথ্যের জন্য আগে থেকেই এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করে রেখেছে যুক্তরাষ্ট্র।

তবে ওই `জাস্টিস` প্রকল্পের সন্দেহভাজন তালিকার নামগুলোর মধ্যে সবচেয়ে বেশি, আড়াই কোটি ডলার অর্থমূল্যের পুরস্কার ঘোষণা করা আছে আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরির বিষয়ে তথ্যের জন্য। ২০১১ সালে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর তাকে আল-কায়েদার শীর্ষ নেতা মনোনীত করা হয়।

এআরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।