সাড়ে চার কোটি ডলারে বিক্রি হলো পিকাসোর আঁকা ছবি


প্রকাশিত: ০৯:১৭ এএম, ১৬ মে ২০১৭

বিখ্যাত চিত্রকর পাবলো পিকাসোর সবচেয়ে পরিচিত একটি পোর্ট্রেট সাড়ে চার কোটি ডলারে বিক্রি হয়েছে। নিউ ইয়র্কে ওই চিত্রকর্মটি নিলামে উঠলে চড়া দামেই বিক্রি হয়। খবর বিবিসির।

পিকাসোর বহু প্রেমিকা ছিল। তাদের মধ্যে একজন ডোরা মার। তার প্রতিকৃতি নিয়েই সিটেড উইম্যান ইন ব্লু ড্রেস বা নীল পোশাকে বসে থাকা নারীর এই বিখ্যাত চিত্রকর্মটি।

Picasso

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনী চিত্রকর্মটি জব্দ করে। পরে প্রতিরোধ যুদ্ধের মধ্য দিয়ে চিত্রকর্মটি ফরাসি বাহিনীর হাতে আসে।

২০১৫ সালে পিকাসোর ওমেন অব আলজিয়ার্স ১৭৯ মিলিয়ন ডলারে বিক্রি হয়। নিলামে ওঠা সবচেয়ে চড়া দামে বিক্রি হওয়া চিত্রকর্মের রেকর্ড গড়ে এটি।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।