হেলিকপ্টার নামল মাটিতে, পাইলট গেলেন দোকানে


প্রকাশিত: ০৫:১৮ এএম, ১৬ মে ২০১৭

দ্রুত ক্ষুধা মেটাতে ফাস্টফুডের চেয়ে সহজলভ্য খাবার আর কী হতে পারে। ঠিক এমনই ভেবেছেন অস্ট্রেলিয়ার সিডনিতে একটি হেলিকপ্টারের এক পাইলট।

সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ম্যাকডোনাল্ডসের দোকান থেকে বেরিয়ে এক ব্যক্তিতে সোজা উঠে গেলেন হেলিকপ্টারে।

নাইন নিউজ অস্ট্রেলিয়ার প্রতিবেদন অনুযায়ী, হেলিকপ্টার অবতরণ করিয়ে পাইলটকে সোজা ফাস্টফুডের দোকানের দিকে যেতে দেখে হতবাক হয়ে যান স্থানীয়রা। স্থানীয় একজনই ভিডিওটি করে তা নাইন নিউজকে সরবরাহ করেন।

ওই ভিডিওতেই একজনকে বলতে শোনা যায়, আমি ভেবেছিলাম হেলিকপ্টারটি হয়তো জরুরি অবতরণ করেছে।

প্রতিবেদন অনুযায়ী শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে।

অস্ট্রেলিয়ার সিভির এভিয়েশন সেফটি অথোরিটির একজন মুখপাত্র নিউজিল্যান্ড হেরাল্ডকে বলেছেন, জমির মালিকের অনুমতি থাকলে এটা অবৈধ না।

এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।