বৃহস্পতিবার মেয়রের চেয়ারে বসছেন সাঈদ


প্রকাশিত: ০৫:২২ পিএম, ০৬ মে ২০১৫

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র সাঈদ খোকন বৃহস্পতিবার অফিস করবেন। সকাল সাড়ে ১০টায় মেয়র হওয়ার পর নগর ভবনে এই প্রথম অফিস করবেন তিনি।

জাগো নিউজকে তিনি বলেন, বাবার হাত ধরেই আমার পথ চলা। বাবার স্বপ্ন ছিল বাসযোগ্য পরিচ্ছন্ন নগরী গড়া। আমি তার স্বপ্নকেই পরিপূর্ণতা দিতে চাই।

তিনি নগরবাসী ও সংশ্লিষ্ট সকলের দোয়া কামনা করেছেন।

মেয়র হওয়ার পর বুধবার সকালে শপথ নেন তিনি। প্রধানমন্ত্রী শেষ হাসিনা শপথ বাক্য পাঠ করান। এর আগে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করে জয়লাভ করেন তিনি।

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন ইলিশ মাছ প্রতীকে ৫ লাখ ৩৫ হাজার ২৯৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি সমর্থিত মির্জা আব্বাস। তিনি পেয়েছেন ২ লাখ ৯৪ হাজার ২৯১ ভোট।

অবিভক্ত সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন সাঈদ খোকনের বাবা মো: হানিফ।

এসএস/এমএম/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।