বায়োপিক থেকে ধোনির আয় ৮০ কোটি রুপি!


প্রকাশিত: ০২:১৪ পিএম, ০৬ মে ২০১৫

ক্রীড়া ব্যক্তিত্বদের জীবনকে রূপালি পর্দায় তুলে আনার একটা নতুন ধারা চোখে পড়ছে বলিউডে। বক্স অফিসে ‘ভাগ মিলখা ভাগ’, ‘মেরি কম’-এর চোখ ধাঁধানো সাফল্য দেখেই সম্ভবত ক্রীড়াব্যক্তিত্বদের বায়োপিক বানানোয় জোর দিচ্ছেন সিনেমার কারবারিরা। ২০১৩ সালে কিংবদন্তি অ্যাথলেট মিলখা সিংয়ের জীবনী অবলম্বনে রাকেশ ওমপ্রকাশ মেহরা তৈরি করেন ‘ভাগ মিলখা ভাগ’।

সেখানে মিলখা সিংয়ের ভূমিকায় আমরা দেখেছিলাম ফারহান আখতারকে। সিনেমাটি তৈরিতে খরচ হয়েছিল প্রায় ৩০ কোটি রুপি। আর বক্স অফিস থেকে আয়ের আনুমানিক অঙ্কটা দাঁড়িয়েছিল ১৬৪ কোটি রুপিতে। যেখানে রয়্যালটি বাবদ মিলখা সিং নিয়েছিলেন মাত্র ১ রুপি। পরের বছরেই ফের বক্স অফিস উথাল-পাতাল ‘মেরি কম’-এ। সঞ্জয় লীলা বনশালির প্রযোজনায় মেরি কমের বাজেট ছিল প্রায় ১৫ কোটি রুপি। যেখানে এই বক্সারের ভূমিকায় দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়াকে। বিশ্বব্যাপি ১০০ কোটির ওপর বাজার করেছিল এই সিনেমা। শোনা যায় রয়্যালটি বাবদ ২৫ লক্ষ রুপির চেক পেয়েছিলেন এই মনিপুরী বক্সার।

জাতীয় গেমসে সোনাজয়ী ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান থেকে কুখ্যাত ডাকাত বনে যাওয়ায় গল্প। অ্যাথলেট পান সিং তোমারের জীবনী রূপালি পর্দায় তুলে এনেছিলেন তিগমানসু ধুলিয়া। ২০১০ সালে লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে যার আত্মপ্রকাশ। যদিও ভারতীয় দর্শকদের সামনে আনতে আরও দু’বছর সময় লেগে গিয়েছিল। সাড়ে চার কোটি রুপি বাজেটের এই সিনেমা প্রায় ৪০ কোটি রুপি বক্সঅফিস থেকে আয় করেছিল। লাভের অঙ্কটা দেখে বেশি রয়্যালটির (প্রায় ১৫ লক্ষ রুপি) দাবি করতে থাকে পান সিংয়ের পরিবার। বিষয়টি নিয়ে এফ আই আরও দায়ের করেন তার ভাইপো। যদিও সেই জল বেশি দূর গড়ায়নি।

ক্রিকেট যে দেশে ধর্ম, সেখানে পান সিং তোমার, মেরি কম, মিলখা সিংদের বায়োপিক যদি এমন সাফল্য পেতে পারে, তাহলে মহেন্দ্র সিং ধোনির বায়োপিক দর্শক যে চেটেপুটে নেবে, তা বলার অপেক্ষা রাখে না। সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই নীরজ পান্ডে নিয়ে আসছেন, `এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি`। যেখানে ভারত অধিনায়কের ১১ বছরের ক্যারিয়ার তুলে ধরা হচ্ছে রূপালি পর্দায়।

আশা করা হচ্ছে, চলতি বছরেই পেক্ষাগৃহে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে। যেখানে তার ভূমিকায় সুশান্ত সিং রাজপুত। আর রয়্যালটির অঙ্কটা? প্রায় ৮০ কোটি রুপি। পাশাপাশি লভ্যাংশের একটি অংশও পাবেন ভারত অধিনায়ক। ভারতের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন ও যুবরাজ সিংয়ের বায়োপিক নিয়েও তোড়জোড় চলছে।

যদিও ধারে বা ভারে এখনো কোনোটাই ধোনির কাছাকাছি আসতে পারেনি। ক্রিকেট নয়, আজহারের বায়োপিকে মূলত জোর দেওয়া হচ্ছে তার ব্যক্তিগত জীবনে। যেখানে রূপালি পর্দায় ইমরান হাসমিকে দেখা যাবে তার ভূমিকায়। প্রথম স্ত্রী নাওরিনের ভূমিকায় প্রাচী দেশাই ও সঙ্গীতা বিজলানির ভূমিকায় করিনা কাপুরকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। রূপালি পর্দায় যুবরাজের ভূমিকায় অভিনয় করার ইচ্ছেপ্রকাশ করছেন অভিষেক বচ্চন। ২০১৩ সালে প্রকাশিত যুবির আত্মজীবনী ‘টেস্ট অফ মাই লাইফ’ পড়ার পর অভিভূত জুনিয়র বচ্চনের এই অনুরোধ। যদিও বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

হকি কিংবদন্তি ধ্যান চাঁদকে রূপালি পর্দায় তুলে আনার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন করণ জোহর। ইতোমধ্যে তিনি না-কি এর সমস্ত স্বত্ব কিনে নিয়েছেন। কান পাতলে শোনা যাচ্ছে শাহরুখ খান বা রণবীর কাপুরকে তিনি এই ভূমিকায় তুলে আনতে পারেন। যদিও টেনিস সুন্দরী সানিয়া মির্জা অবশ্য নিজেকে সেই তালিকায় রাখছেন না।

আগেই বলেছিলেন, ব্যক্তিগত জীবনকে তিনি ক্যামেরার সামনে তুলে আনতে চান না। আবার এটাও বলেছিলেন, কেউ যদি আমাকে নিয়ে কিছু করতে চায় সেক্ষেত্রে নিজের ভূমিকায় আমি দীপিকা পাডুকোনকে বেছে নেব।  বলিউডে বায়োপিকের ঠেলায় অনেকের কাছে এই ইঙ্গিতটা যথেষ্ট হতে পারে।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।