বাংলাদেশ দলের প্রশংসায় পিসিবি চেয়ারম্যান


প্রকাশিত: ০১:৫৩ পিএম, ০৬ মে ২০১৫

মাঠে বসেই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথমদিনের খেলা দেখেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান। খেলা শেষে সাংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রশংসা করেন তিনি।

পিসিবি চেয়ারম্যান বলেন, ‘ওয়ানডে ও টুয়েন্টি টুয়েন্টি সিরিজে দারুন খেলছে বাংলাদেশ। এমনকি টেস্টেও দুর্দান্ত পারফরমেন্স প্রদর্শন করেছে তারা।’

বুধবার দুপুরে ঢাকায় আসেন শাহরিয়ার খান। ঢাকায় পা রেখেই সরাসরি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চলে আসেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথমদিনের খেলা দেখতে। খেলা দেখেছেনও দীর্ঘক্ষণ। আর দিনের খেলা শেষে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন তিনি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রশংসা করে শাহরিয়ার খান বলেন, ‘ওয়ানডে ও টি-২০ সিরিজে খুবই বাজে খেলেছে পাকিস্তান। তাদের পারফরমেন্সে আমি হতাশ। ওয়ানডে ও টি-২০তে পাকিস্তানের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে বাংলাদেশ। বড় বড় ব্যবধানে পাকিস্তানকে হারিয়েছে তারা। এমনকি প্রথম টেস্টে পিছিয়ে পড়ে দারুনভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে টেস্টটি ড্র করেছে স্বাগতিকরা। বাংলাদেশের এমন পারফরমেন্সে আমি অবাক নই। তারা গেল কয়েক বছর দারুন ক্রিকেট খেলছে। বিশ্বকাপ থেকেই আমরা বাংলাদেশকে লক্ষ্য করছি। বিশ্বে বাংলাদেশ এখন খুবই গুরুত্বপূর্ণ একটি দল।’

বাংলাদেশের প্রশংসা করলেও পাকিস্তানের পারফরমেন্সে কিছুটা ক্ষুব্ধ শাহরিয়ার খান বলেন, ‘দলটির পারফরমেন্স মোটেও ভালো ছিল না। কেনো এমন হলো এই নিয়ে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করবে বোর্ড। আমার পরিকল্পনা রয়েছে আগামী পাঁচ বছরের মধ্যে পাকিস্তানের ক্রিকেটের উন্নতি ঘটিয়ে ভালো পর্যায়ে নিয়ে যাওয়া।’

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।