নেপালকে ১০ লাখ ডলার সহায়তা দিচ্ছে ফেসবুক
নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের ১০ লাখ ইউএস ডলার অর্থ সহায়তা দিচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। মাত্র দুই দিনের মধ্যেই ফেসবুক থেকে এই অর্থ সাহায্য সংগ্রহ করেছে ফেসবুক!
সোশ্যাল নেটওয়ার্কিং আরো দৃঢ় করার লক্ষ্যে ২০০৪ সালে যাত্রা শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সামাজিক সহায়তায় ও অন্যায়ের প্রতিবাদ স্বরূপ এ মাধ্যমটিকে নানান ভাবে কার্যকর করে তুলেছেন এর ব্যাবহারকারীরা।
তারই ধারবাহিকতায় সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে নেপালে ক্ষতিগ্রস্থদের সাহায্যের উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিয়েছে এই সামাজিক মাধ্যমটি। জানা যায় মাত্র দুই দিনে অর্ধলক্ষ ব্যাবহারকারীর সহায়তায় ভূমিকম্পের দু:স্থদের জন্য প্রায় ১০ লাখ ইউএস ডলারের ফান্ড গঠন করা সম্ভব হয়েছে।
পিছিয়ে নেই ফেসবুকের প্রতিষ্ঠাতা ও কর্নধার মার্ক জুকারবার্গও। তিনি ব্যাক্তিগতভাবে আরো দুই লাখ ইউএস ডলার সহায়তা দিচ্ছেন নেপালবাসীকে।
জুকারবার্গ নিজের ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে জানান, ‘আমরা ফেসবুকে একটি অপশন চালু করেছি নেপালের ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তার উদ্দেশ্যে। মাত্র দুই দিনেই মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি যা কিনা রীতিমতো বিস্ময়কর! সবাইকে ধন্যবাদ।’
এর আগে ভূমিকম্পের পরপরই ফেসবুক স্বজনদের খোঁজ খবর নেয়ার জন্যে ‘সেফ জোন’ নামক একটি অপশন চালু করে নেপালের সহায়তায় এগিয়ে আসে।
এলএ