গ্রিসে ট্রেন লাইনচ্যুত : নিহত ৪


প্রকাশিত: ০৯:০৫ এএম, ১৪ মে ২০১৭

গ্রিসের উত্তরাঞ্চলে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় চারজন নিহত হয়েছে। ট্রেনটি লাইনচ্যুত হয়ে দোতলা একটি বাড়ির ভেতর ঢুকে পড়ে। দেশের দ্বিতীয় বৃহত্তম শহর থেসালোনিকিগামী ট্রেনটিতে ৭০ জন যাত্রী ছিলেন। খবর গার্ডিয়ানের।

রোববার এক বিবৃতিতে জানানো হয়েছে, আন্তঃনগর ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় চালকসহ আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

ট্রেনটি এথেন্স থেকে থেসালোনিকির উদ্দেশে যাত্রা করেছিল। শনিবার রাতে ট্রেনটি লাইনচ্যুত হয়ে থেসালোনিকি থেকে ৪০ কিলোমিটার পশ্চিমে আদেন্দ্র গ্রামের একটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে।

কি কারণে এমন দুর্ঘটনা ঘটল তা জানা যায়নি। দুর্ঘটনার পর পরই জরুরি বিভাগের কর্মীরা এবং দমকল বিভাগের বেশ কয়েকটি ট্রাক, অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। ঘটনাস্থলের দিকে কাউকে যেতে দেয়নি পুলিশ।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।