পিন্টুর মৃত্যু : ছাত্রদলের কর্মসূচিতে পরিবর্তন


প্রকাশিত: ০৭:০৭ এএম, ০৬ মে ২০১৫

জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার নয়াপল্টন কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের দিন নাসির উদ্দিন আহমেদ পিন্টুর নিজ বাসভবনে কুলখানী অনুষ্ঠিত হওয়ার কারণে কর্মসূচিতে পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবারের পরিবর্তে ছাত্রদলের দোয়া মাহফিলটি শনিবার অনুষ্ঠিত হবে। তবে শুক্রবার দেশের সকল জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় সমূহে মিলাদ ও দোয়া মাহফিল যথারীতি অনুষ্ঠিত হবে।

বুধবার দুপুরে ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারন সম্পাদক আকরামুল হাসানের পক্ষে সংগঠটির সহ-সভাপতি নাজমুল হাসান এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবৃতিতে বলা হয়, মিথ্যা মামলায় বছরের পর বছর কারারুদ্ধ রেখে, উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে তাঁকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে এবং সুপরিকল্পিতভাবে রাজশাহী কারাগারে স্থানান্তর করে তাকে হত্যা করা হয়েছে।

গত রোববার দিন সকালে তিনি বুকে ব্যাথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে ঔষধ না দিয়ে এবং যথা সময়ে হাসপাতালে না নেওয়ায় তার মৃত্যু হয়। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ছাত্রদল ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহ:স্পতিবার বাদ আসর ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যেগে নয়াপল্টন বিএনপি কর্যালয়ের সমানে মিলাদ ও দোয়া মাহফিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু ঐ দিন নাসির উদ্দিন আহমেদ পিন্টুর নিজ গৃহে কুলখানি অনুষ্ঠান থাকায় ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানটি আগামী শনিবার অনুষ্ঠিত হবে।

এমএম/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।