পরীক্ষামূলকভাবে গ্যাস উওোলন শুরু
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার শাহাবাজপুর গ্যাসক্ষেত্রের ৩ নম্বর কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উওোলনের কাজ শুরু হয়েছে।
রোববার ভোর ৫টা থেকে এ কার্যক্রম শুরু হয়। বাপেক্সের প্রকল্প পরিচালক আব্দুল হালিম জানান, ৩ নম্বর কূপ খননের কাজ শেষ হওয়ার পর ওই কূপে কি পরিমাণ গ্যাস রয়েছে তা যাচাইয়ের জন্য পরীক্ষামূলক গ্যাস উওোলনের কাজ শুরু করা হয়। তবে আনুষ্ঠানিকভাবে গ্যাস উওোলন শুরু হবে আরো কিছুদিন পর।
শাহাবাজপুর গ্যাসক্ষেত্রে .৪৬৫ ট্রিলিয়ন গ্যাস মজুদ রয়েছে। এর মধ্যে ১ নম্বর ও ২ নম্বর কূপ থেকে উওোলনযোগ্য গ্যাসের পরিমাণ .৩৫ ট্রিলিয়ন।
বাপেক্সের সহকারী ব্যবস্থাপক শাহাদাত জানিয়েছেন, বোরহানউদ্দিনে ২২৫ মেগাওয়াট গ্যাস ভিওিক বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পরে গ্যাসের চাহিদা বেড়ে যাওয়ায় ৩ নম্বর কূপ থেকে গ্যাস সরবরাহ করা হবে। এজন্য এ কূপও গ্যাস উওোলনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।