রামদেবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
যোগগুরু রামদেবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ভারতের রোহতাকের একটি আদালত। ভারতীয় দণ্ডবিধির (আইপিসিসি) ৫০৪ ধারায় অভিযোগ এনে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
বিচার বিভাগের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট (এসিজেএম) হরিশ গোয়াল বৃহস্পতিবার রামদেবকে একলাখ রুপি জামানতসহ ১৬ জুনের মধ্যে আদালতে হাজিরের আদেশ দেন।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সিনিয়র কংগ্রেস নেতা সুভাষ ভাটরা তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। পুলিশ মামলা নথিভুক্ত না করায় আদালতে যান ভাটরা।
রামদেবকে ২৯ এপ্রিলের মধ্যে হাজির হওয়ার জন্য ২ মার্চ সমন জারি করেছিল আদালত। কিন্তু নির্ধারিত দিন পার হয়ে গেলেও আদালতে যাননি তিনি।
তারপরই রামদেবকে গ্রেফতারে পরোয়ানা জারি করল আদালত।
কেএ/এনএফ/এমএস