টেক্সাস হামলার দায় স্বীকার করলো আইএস


প্রকাশিত: ০২:৫৮ পিএম, ০৫ মে ২০১৫

টেক্সাসের ডালাসে হওয়া হামলার দায় স্বীকার করেছে উগ্রবাদী ইসলামিক জঙ্গি সংগঠন ইসিলামিক ষ্টেট(আইএস)।

একটি অডিও বার্তার মাধ্যমে তারা রবিবারের এই হামলার দায় স্বীকার করে নেয়। অডিও রেকর্ডটি থেকে জানা যায় মহানবী (সঃ)কে কটুক্তি করে কার্টুন আঁকার প্রতিশোধ স্বরূপ এই হামলা চালানো হয়। এ নৃশংস হামলায় আইএস’র দুজন সক্রিয় সদস্য অংশ নেয়। সেইসাথে ভবিষ্যতে এমন ইসলাম পরিপন্থী কাজ হলে আবারো হামলা করা হবে বলে অডিও বার্তাটিতে জানানো হয়।
উল্লেখ্য, এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের উপর কোনো হামলার দায় স্বীকার করলো উগ্রপন্থী জঙ্গি সংগঠনটি।

আরএএইচ/এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।