বরিশালে হাসপাতালে হামলা ভাঙচুর, আহত ৪


প্রকাশিত: ০৯:২১ এএম, ৩১ আগস্ট ২০১৪

বরিশাল নগরীতে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর করেছে রোগীর স্বজনরা। এ সময় হাসপাতালের চিকিৎসক ও সেবিকাসহ চারজন আহত হন।

নগরীর রূপাতলী এলাকার আব্দুল্লাহ হাসপাতালে শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ হামলা চালানো হয়। হামলায় আহতরা হলেন- হাসপাতালের স্ব-ত্বাধিকারী ডা. হুমায়ুন কবির (৪০), সেবিকা ঝুমুর বেগম (২৯), সাথী আক্তার (২৫) ও অপরজনের পরিচয় জানা যায়নি।

রুস্তুম আলী হাওলাদার (৬৫)’র মেয়ে নাজমা জানান, তার বাবা চারদিন আগে অসুস্থ হয়ে আবদুল্লাহ নামক হাসপাতালে ভর্তি হন। শনিবার সন্ধ্যায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারির সহকারী রেজিস্ট্রার ডা. আরিফ উদ্দিন খানের তত্ত্বাবধানে তার বাবার হার্নিয়া অপারেশন সম্পন্ন হয়।

তিনি জানান, অস্ত্রপচার সফলভাবে সম্পন্ন হলেও রাত সাড়ে ১০টার দিকে তার বাবার অবস্থার অবনতি ঘটলে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। কিন্তু তারা এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। এর কিছুক্ষণ পরই তার বাবার মৃত্যু হয়। তিনি অভিযোগ করেন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই তার বাবার মৃত্যু হয়েছে।

আহত সেবিকা ঝুমুর জানান, রুস্তুম আলী হাওলাদারের মৃত্যুর পরপরই তার স্বজনরা উত্তেজিত হয়ে অপরাশেন থিয়েটারসহ হাসপাতালের বিভিন্ন কক্ষে ভাঙচুর চালান। এ সময় ডা. হুমায়ুন কবিরসহ তিনজন সেবিকা আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।