আইস বাকেট চ্যালেঞ্জের ট্রেডমার্ক তুলে নিচ্ছে এএলএস


প্রকাশিত: ০৮:০২ এএম, ৩১ আগস্ট ২০১৪

বিশ্বব্যাপী আইস বাকেট চ্যালেঞ্জ প্রবর্তন করার স্বীকৃতি চেয়ে যুক্তরাষ্ট্রের প্যাটেন্ট ও ট্রেডমার্ক অফিসে আবেদন পত্র জমা দিয়েছিল এএলএস। কিন্তু সমালোচনার মুখে আবেদন পত্রটি তুলে নেওয়ার সিন্ধান্ত নিয়েছে সংস্থাটি।

টেকডার্ট নামে একটি সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয় যে এএলএস আইস বাকেট চ্যালেঞ্জের প্রবর্তনকারী নয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এএলএসকে নিয়ে সমালোচনা শুরু হয়। সংস্থাটির পরিচালক ক্যারি মানক বলেন, আমরা মানুষের আবেগকে বুঝতে পেরেছি এবং আমাদের আবেদন পত্রটি তুলে নিচ্ছি।

উল্লেখ্য, বিশ্বজুড়ে বর্তমানে আইস বাকেট চ্যালেঞ্জ উন্মাদনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রতিদিনই হাজার হাজার মানুষ বরফ দিয়ে গোসল করার ছবি প্রকাশ করছেন এবং একজন অপরজনকে চ্যালেঞ্জ দিচ্ছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।