নেপাল ছাড়ছেন বিদেশি উদ্ধারকর্মীরা


প্রকাশিত: ০৮:০৯ এএম, ০৫ মে ২০১৫

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপাল ছাড়তে শুরু করেছেন বিদেশি উদ্ধারকর্মীরা। সোমবার নেপাল সরকারের আহ্বানের পর দেশটি ছাড়তে শুরু করেছে বিদেশী উদ্ধারকর্মীরা। খবর টাইমস অব ইন্ডিয়ার।

নেপাল সরকার জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তারা নিজেরাই বাকি উদ্ধার ও ত্রাণ সরবরাহ করতে সক্ষম। এ কারণে বিদেশী উদ্ধারকর্মীদের দেশ ছাড়ার আহ্বান জানানো হয়েছে।

খবরে বলা হয়, নেপাল প্রশাসনের এ আহ্বানের পর ভারতের জাতীয় দুর্যোগ তৎপরতা ফোর্সের (এনডিআরএফ) দলগুলোকেও মঙ্গলবার দেশে ফিরে আসতে বলা হয়েছে। এছাড়া জাপানের উদ্ধারকর্মীরা দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিয়েছে।

নেপালে গত ৮১ বছরের মধ্যে সংগঠিত সবচেয়ে ভয়াবহ ভূকম্পনে ইতোমধ্যে প্রায় ৭ হাজার ৩০০ লোকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১৪ হাজার লোক।

উল্লেখ, নেপালে গত ২৫ এপ্রিল ৭ দশমিক ৯ মাত্রার বড় ধরনের ভূমিকম্প অনুভূত হওয়ার পর ৩৪টি দেশের ৪ হাজার ৫০ উদ্ধারকর্মী সেখানে যায়। দেশটিতে উদ্ধার তৎপরতার পাশাপাশি খাদ্য, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণের সঙ্গে জড়িত রয়েছে তারা।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।