৩৩ বছর পর জেগে উঠল সৈকত


প্রকাশিত: ০৩:১৩ এএম, ১০ মে ২০১৭

প্রকৃতির ৩৩ বছর আগের সৈকত আবার ফিরে এলো। আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলে ৩৩ বছর আগে ভয়ংকর এক ঝড়ে যে সমুদ্র সৈকত বিলীন হয়ে গিয়েছিল তা ফের জেগে উঠেছে।

১৯৮৪ সালে শীতকালের এক ঝড়ো বাতাসে কাউন্টি মায়োর অ্যাকিল দ্বীপের ডুয়াগ সৈকতের বালু খুঁজে পাওয়া যেতে না। শুধু পাথর আর শিলার খাঁজ দেখা যেত। কিন্তু এ বছরের এপ্রিলের কয়েক দিনে আটলান্টিকের বড় ঢেউ থেকে আসা হাজার হাজার টন বালু আবার ভরিয়ে দিয়েছে সৈকতটি। ৩০০ মিটার সুবর্ণ তীরভূমি আবারও দৃশ্যমান।

জনপ্রিয় এ সৈকত এক সময় চারটি হোটেল ও অনেক গেস্ট হাউসের জন্য গুরুত্বপূর্ণ ছিল। পশ্চিম উপকূলের এ দ্বীপটিতে ২ হাজার ৬০০ লোকের বাস। অ্যাকিলে পাঁচটির বেশি সৈকত আছে। নতুন এই সৈকতটি হলে সেখানে এর সংখ্যা ছয়ে দাঁড়াবে।

এমআরএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।