পাংশায় অস্ত্র ও গুলিসহ চরমপন্থী নেতা গ্রেফতার


প্রকাশিত: ০৬:২২ এএম, ০৫ মে ২০১৫

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাঝাইল ইউনিয়নে দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও চার রাউন্ড গুলিসহ আব্দুল কুদ্দুস মণ্ডল (৪৫) নামে এক চরমপন্থী নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে কেওয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফারকৃত কুদ্দুস ঝিনাইদহ জেলার শৈলকূপা ক্যানালপাড়া ইউনিয়নের খুলুমবাড়ি গ্রামের ভাজন মণ্ডলের ছেলে।

পাংশা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু শ্যামা মো. ইকবাল হায়াত জাগো নিউজকে জানান, সোমবার দিবাগত রাতে পাংশা উপজেলার কসবামাঝাইল ইউনিয়নের কেওয়া গ্রামে অভিযান চালাতে গেলে আগে থেকেই উৎ পেতে থাকা কুদ্দুস বাহিনী সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি করে। গুলি বিনিময়ের এক পর্যায়ে কুদ্দুসের পায়ে গুলি লাগে। আহত অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রুবেলুর রহমান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।