৫০ বছরে সর্বোচ্চ বৃষ্টিপাত মন্ট্রিলে


প্রকাশিত: ০৭:২৩ এএম, ০৯ মে ২০১৭

গত ৫০ বছর এতো বৃষ্টিপাত দেখেনি মন্ট্রিলবাসী। এ বছরের বৃষ্টিপাত বিগত পাঁচ দশকের বৃষ্টিপাতকে ছাড়িয়ে গেছে। কানাডার পাবলিক সেফটি বিভাগের মুখপাত্র ড্যান ব্রিয়েন জানিয়েছেন, আমরা গত ৫০ বছরে এমন বৃষ্টিপাত আর দেখিনি।

Canada

ভারি বৃষ্টিপাত এবং তুষার গলে যাওয়ায় আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কুইবেক প্রদেশ এবং ব্রিটিশ কলম্বিয়াসহ দেশের বেশ কিছু স্থানে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে তিনজন নিখোঁজ রয়েছে। এদিকে, গাড়িতে করে যাওয়ার সময় বন্যার পানিতে ভেসে গেছেন আরো একজন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে জরুরি বিভাগ।

Canada

বন্যা পরিস্থিতি খারাপ হতে শুরু করায় রোববার বিকেলে ৪৮ ঘণ্টার জরুরি অবস্থা ঘোষণা করা হয়। বন্যায় কুইবেক প্রদেশের পরিস্থিতি সবচেয়ে খারাপ। সেখানে ১ হাজার ৯শ’ বাড়ি-ঘর বন্যার কবলে পড়েছে।

Canada

বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রায় ১২শ’ সেনা সদস্যকে মোতায়েন করা হয়েছে। বন্যার কারণে প্রায় ২৮শ’ বাসিন্দা নিজেদের বাড়ি-ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।