কেঁপে উঠল জাপান


প্রকাশিত: ০৪:৩৪ এএম, ০৯ মে ২০১৭

জাপানের দক্ষিণাঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬। প্রাথমিকভাবে ভূমিকম্পটি থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি। খবর এএফপির।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় ওকিয়ান চেনের মিয়াকো দ্বীপে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ১০ কিলোমিটার।

সমুদ্রস্তরের পরিবর্তন হতে পারে বলে সতর্ক করেছে জাপানের ভূতাত্ত্বিক জরিপ। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

মিয়াকো দ্বীপের জনসংখ্যা প্রায় ৫৫ হাজার। এটি রাজধানী টোকিও থেকে ১ হাজার ৮৪০ কিলোমিটার দক্ষিণপূর্বে এবং তাইপেই থেকে ৩৮০ কিলোমিটার পূর্বে অবস্থিত।

টেকটোনিক প্লেটের ওপর অবস্থায় করায় জাপানে প্রায়ই ছোট-বড় ভূমিকম্প আঘাত হানে। এর আগে ২০১১ সালের ১১ মার্চ এক শক্তিশালী ভূমিকম্পের পর জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে সুনামি আঘাত হানে।

সুনামির আঘাতে নিখোঁজ বা প্রাণ হারিয়েছে এমন মানুষের সংখ্যা সাড়ে ১৮ হাজারের বেশি।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।