সালমানের বিরুদ্ধে মামলার রায় বুধবার, উৎকণ্ঠায় বলিউড


প্রকাশিত: ০৬:৩০ পিএম, ০৪ মে ২০১৫

এ মুহূর্তে ২০০ কোটি রুপির বাজির ঘোড়া সালমান খানকে নিয়ে বলিউড রয়েছে চরম অনিশ্চয়তায়। সালমানের বিরুদ্ধে গাড়ি চড়িয়ে দিয়ে পথচারী হত্যার মামলার রায়ের দিন ধার্য হয়েছে ৬ মে। আর তাতেই চড়েছে উৎকণ্ঠার পারদ।

ঘটনাটি ২০০২-এর ২৮ সেপ্টেম্বরের। ভোররাতে মুম্বাইয়ের শহরতলী বান্দ্রাতে পথের পাশে একটি ভ্রাম্যমান বেকারিতে গাড়ি চড়িয়ে দেন সালমান। তারপর সরে পড়েন সেখান থেকে। এ ঘটনায় একজন নিহত এবং ৪ জন আহত হয়। মামলা গড়ায় আদালতে।

এ মুহূর্তে সালমানের দু’টি ছবির শেষ পর্যায়ের শুটিং চলছে। একটি বাজরাঙ্গি ভাইজান, দু’দিন আগেও কাশ্মিরে এই ছবির শুটিং করেছেন তিনি। বিপরীতে আছেন কারিনা কাপুর। অন্যটি সোনম কাপুরের বিপরীতে সুরজ বারজাটিয়ার প্রেম রতন ধান পায়ো।

এছাড়াও দাবাং ৩ এবং এন্ট্রি মে নো এন্ট্রি ছবির জন্য তারিখ দিয়ে রেখেছেন সাল্লু।

এই রায়ের ওপর এখন নির্ভর করছে এই সব ক’টি ছবির ভবিষ্যৎ। সব মিলিয়ে প্রায় ২০০ কোটি রুপির ব্যাপার।

আদালতের রায়ে এই মামলায় অনিচ্ছাকৃত অপরাধের জন্য সালমানের সর্বোচ্চ ১০ বছরের জেলবাস হতে পারে। আর তা হলেই ফেঁসে যাবেন প্রযোজকরা।

এমনিতেই এর আগে হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিঙের সময় রাজস্থানে বিরল প্রজাতির কৃষ্ণ হরিণ শিকারের মামলা এখনো ঝুলছে সাল্লুর মাথার ওপর।

তবে, এই দুঃসময়ে সহমর্মিতা নিয়ে সালমানের পাশে দাঁড়িয়েছেন বলিউডের অধিকাংশ সেলিব্রিটি। হাজার হোক, বক্স অফিসে কোটির ঘরে ব্যবসা নিশ্চিত করা তারকা বলে কথা!

এসআরজে

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।