কঠিন সিদ্ধান্তের সময় এসেছে : সুরঞ্জিত সেনগুপ্ত


প্রকাশিত: ০৭:৪৬ এএম, ০৪ মে ২০১৫
ফাইল ছবি

রাজনীতিতে কঠিনতর সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে। আপস অনেক হয়েছে। আর নয়। গণতন্ত্র, অসাম্প্রদায়িক প্রশ্নে কোনো আপস হতে পারে না। আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত সোমবার দুপুরে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন।

ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিবি) ভবনে বঙ্গবন্ধু একাডেমি নামের একটি সংগঠন চলমান রাজনীতির ওপর এই আলোচনা সভার আয়োজন করে।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিএনপির সঙ্কট এখন খালেদা জিয়া এবং তারেক জিয়াই। নেতাকর্মীরা মা-ছেলের কথায় আর ভরসা পায় না।

তিনি বলেন, অসার রাজনীতি করে বিএনপি ভেঙ্গে পড়েছে। কর্মীরা নেতাদের থেকে বিচ্ছিন্ন। সন্ত্রাস আর রাজনীতি একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাস করে জনরোষের ভয়ে বিএনপি এখন মাঠেই নামতে পারছে না। সিটি নির্বাচনে বিএনপি পোলিং এজেন্ট দিতে ব্যর্থ হয়েছে। ব্যর্থতার দায় নিয়েই নির্বাচন বর্জন করেছে তারা। অপ-রাজনীতি পরিহার না করলে বিএনপি এমনিতেই ধ্বংস হয়ে যাবে।

সভায় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায়, ঢাকা মহনগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন, বঙ্গবন্ধু একাডেমির উপদেষ্টা এম এ মোতালেব, সহ-সভাপতি রেজাউল করিম রেজা, দৈনিক বঙ্গ জননীর সম্পাদক কামারুজ্জামান জিয়া প্রমূখ।

এআরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।