আনসারুল্লাহ বাংলাটিমই অভিজিতের হত্যাকারী : দাবি পুলিশের


প্রকাশিত: ০৭:৩৭ এএম, ০৪ মে ২০১৫

বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরাই ব্লগার অভিজিৎ রায়কে হত্যা করেছে বলে দাবি করেছে পুলিশ। সোমবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘অভিজিৎ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পাঁচজনের অধিক আসামিকে চিহ্নিত করেছে পুলিশ। তারা সবাই আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য।’ আল-কায়েদা প্রচারিত ভিডিওটি সত্যি কি-না তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

আনসারুল্লাহ বাংলাটিমকে আল-কায়েদার ‘ক্লোসেস্ট রিলেটিভ’ উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে আল-কায়েদার নেটওয়ার্কের কোনো তথ্য নেই। তবে আনসারুল্লাহ বাংলাটিম আল-কায়েদার অনুসারী। দীর্ঘদিন ধরে আল-কায়েদার সঙ্গে যুক্ত হতে চেষ্টা করছে সংগঠনটি। যুক্ত হতে পেরেছে এমন তথ্যও আমাদের কাছে নেই।’

দেশে জঙ্গিবাদের পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন, ‘পুলিশ আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান ছাড়াও অনেককে গ্রেফতার করেছে। বাংলাদেশের মানুষ উগ্রবাদকে ঘৃণা করে। দেশের মানুষকে নিয়ে জঙ্গিদের মোকাবেলা করা হবে।’

এআর/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।