পোশাকের প্রথা ভেঙ্গে পুরস্কার নিলেন কঙ্গনা


প্রকাশিত: ০৭:৩১ এএম, ০৪ মে ২০১৫

কঙ্গনা রানাউতকে ৬২তম জাতীয় পুরস্কারের মঞ্চে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান দিয়ে সম্মানিত করলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ২৮ বছর বয়সী বলিউড অভিনেত্রী এই নিয়ে দ্বিতীয়বারের জন্য জাতীয় পুরস্কার পেলেন।

চলতি বছরে কঙ্গনা তার ছবি ‘কুইন’-এর জন্য পুরস্কার পান। এর আগে তিনি ‘ফ্যাশন’ ছবির জন্য শ্রেষ্ঠ সহ অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করে জাতীয় পুরস্কার পেয়েছিলেন।

তবে এদিনের পুরস্কার মঞ্চে কঙ্কনা সকলের নজর কেড়েছেন সম্পূর্ণ অন্য কারণে। এই ধরণের অনুষ্ঠানে অভিনেত্রীরা সাধারণত প্রথাগত ঐতিহ্যবাহী পোশাকই পরে আসেন। কিন্তু কঙ্গনা নিউ ইয়র্কবাসী ডিজাইনার বিভু মহাপাত্রের ডিজাইন করা একটি বডি হাগিং গাউন পরে পুরস্কার মঞ্চে আসেন। এরআগে বিভুর পোশাক পরেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা, তার ভারত সফরের সময়।

কঙ্গনার গাউনের পিছন দিকটা লম্বা-লম্বি কাটা ছিল। অভিনেত্রী নিজের চুলটা পরিস্কার করে বেঁধে, গাঢ় মেরুন রঙের লিপস্টিক পরেছিলেন। তাঁকে দেখাছিল একবারে অন্যরকম।

এর আগে বলিউডের যে দুজন অভিনেত্রী জাতীয় পুরস্কার পেয়েছিলেন, তাদের মধ্যে রয়েছে বিদ্যা বালান এবং প্রিয়াঙ্কা চোপড়া। দুজনেই শাড়ি পরে এসেছিলেন পুরস্কার মঞ্চে। এছাড়া কঙ্গনাও আগের বার পুরস্কার নেওয়ার সময় কালো রঙের সালওয়ার কামিজ পরে এসেছিলেন। কঙ্গনা এইমুহূর্তে তার পরবর্তী ছবি ‘তনু ওয়েডস মানু রিটার্নস’ নিয়ে ব্যস্ত রয়েছেন।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।