শোকার্ত নয়াপল্টনে কান্নার রোল


প্রকাশিত: ০৫:১৬ এএম, ০৪ মে ২০১৫

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন আহমেদ পিন্টুর মরদেহে আসার সঙ্গে সঙ্গে কান্নার রোল পড়ে গিয়েছে। সোমবার সকাল ১০টা ৩৫ মিনিটে মরদেহ নিয়ে আসার পরই শোকের ছায়ায় আছন্ন হয়ে গেছে কার্যালয়ের চারপাশ।

সরেজমিনে দেখা গেছে, দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মরদেহ বহনকারী গাড়িটিকে জড়িতে চিৎকার করে কান্না করছেন। নেতাকর্মীদের কান্নায় নয়াপল্টনে শোকার্ত পরিবেশের সৃষ্টি হয়েছে।

এদিকে পিন্টুকে শেষ শ্রদ্ধা জানাতে গুলশানের নিজ বাসভবন থেকে রওয়ানা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেলা ১১ টা ৫ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি নয়াপল্টন কার্যালয়ে এসে পৌঁছাননি।

তবে সকাল ১০টা থেকে কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। পিন্টুর জানাযায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এখনো জড়ো হচ্ছেন নেতাকর্মীরা।

এমএম/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।