ওবামাপত্নীর ভুলে...


প্রকাশিত: ০৭:১৮ এএম, ০৬ মে ২০১৭

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা হঠাৎ করেই শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয়ে পরিণত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভুলবশত হোয়াইট হাউসের সাবেক এক কর্মীর ফোন নম্বর টুইট করার পর ওই আলোচনা শুরু হয়।

যদিও টুইট করার পরপরই তা মুছে ফেলা হয়। তবে ততক্ষণে মিশেলের ৮০ লাখেরও বেশি অনুসারীর মধ্যে কিছু শকুনি চোখে তা ধরা পড়ে। অল্প সময়ের মধ্যেই তারা মিশেলের ফোন নম্বর কপি করে নেন।

ফোন নাম্বারটি ছিল শিকাগোর চলচ্চিত্র নির্মাতা ডাঙ্কন ওলফের। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে তিনি হোয়াইট হাউসে ভিডিওগ্রাফার এবং ‘সৃজনশীল ডিজিটাল কৌশলি’র দায়িত্বে ছিলেন।

বারাক ওবামা বলেন, মিশেলের হয়ে কাজ করা একটি দলের ছোট ভুল ছিল ওই টুইট। তবে অ্যাকাউন্ট হ্যাকের কারণে এ ঘটনা ঘটেনি।

সূত্র : এএফপি।

কেএ/এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।