কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বিমানে আগুন


প্রকাশিত: ১১:১০ এএম, ০৩ মে ২০১৫

কলকাতা বিমানবন্দরে জেট এয়ারওয়েজের একটি বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে। বিমানটি কলকাতা বিমানবন্দরের ৫৭ নম্বর বে’তে রাখা ছিল।

জানা যায়, বিমানটি থেকে আগুনের শিখা বের হতে দেখেন কমকলের বাহিনীর কর্মীরা। পরে তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম না হলে বড় কোনো ঘটনা ঘটার সম্ভাবনা ছিল বলে জানিয়েছেন বাহিনীর কর্মীরা।

এদিকে এরই মধ্যে বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বিমানে কিভাবে আগুন লাগলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কি কারণে বিমানটিতে আগুন লেগেছিল তা এখনও জানা যায়নি। এমনকি ক্ষয়ক্ষতির পরিমাণের বিষয়েও কিছু জানায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।