ইরানে খনিতে বিস্ফোরণ : ২১ জনের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৩:১৩ এএম, ০৪ মে ২০১৭

ইরানের উত্তর-পূর্বাঞ্চলের একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Iran

স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, ওই বিস্ফোরণের ঘটনায় আরো প্রায় ৭০ জন আহত হয়েছে। দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তারা ওই খনিরই শ্রমিক। উত্তরাঞ্চলীয় গোলেসতান প্রদেশের ওই খনিতে ৩২ জন শ্রমিক আটকা পড়েছেন। গ্যাস লিক হয়ে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

Iran

খনি বিস্ফোরণের পরপরই সেখানে পৌঁছেছে উদ্ধারকারী দল। তারা খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করছেন।

Iran

তবে খনির ভেতরে আটকে পড়া শ্রমিকদের কি অবস্থা তা জানা সম্ভব হয়নি। প্রাথমিক খবরে জানানো হয়েছিল, বিস্ফোরণে ৫০ শ্রমিক মাটি চাপা পড়েছে। কিন্তু পরে ২১ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

Iran

জরুরি বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, ১৬ জন শ্রমিক ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয়েছেন।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।