আত্রাই নদীর বাঁধ নিয়ে ফের সরব মমতা


প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ০৩ মে ২০১৭

উত্তরাঞ্চলে আত্রাই নদীর (পশ্চিমবঙ্গে আত্রেয়ী) ওপর বাংলাদেশের বাঁধ দেয়া নিয়ে ফের সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরির জন্য রাজ্যের মুখ্যসচিব ও দক্ষিণ দিনাজপুরের জেলা শাসককে নির্দেশনা দিয়েছেন তিনি।

বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এ নির্দেশনা দেন।

রাজ্যের মুখ্যসচিব ও দক্ষিণ দিনাজপুরের জেলা শাসককে উদ্দেশ্য করে মমতা বলেন, আত্রাই নদীর উপর বাঁধ দিয়ে এখানকার পানি কিন্তু আটকে দেয়া হয়েছে।এ বিষয়ে আমার পুরো রিপোর্ট চাই। বিষয়টি কেন্দ্রীয় সরকারকে লিখতে হবে। এখানে অনেক নদী আছে যেগুলি এই দক্ষিণ দিনাজপুরের প্রাণকেন্দ্র।’

উল্লেখ্য, গত মাসের শেষের দিকে কোচবিহার জেলায় একটি সভায় আত্রাই নদীর উপর থেকে বাঁধ তুলে নেয়ার জন্য বাংলাদেশকে অনুরোধ জানিয়েছিলেন মমতা। প্রতিবেশী বাংলাদেশের কাছে তার আর্জি ছিল, আত্রাই নদীতে বাঁধ দেয়ায় এখানকার মানুষের পানির সমস্যা হচ্ছে। আমি বাংলাদেশের বন্ধু সরকারকে অনুরোধ করব, এ নদীর পানিকে বাঁধ দিয়ে আটকানো হচ্ছে, ওটা ছেড়ে দিন।

এমএমএ/ওআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।