শাহ আমানতে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ বিমানকর্মী আটক
চট্টগ্রামে হযরত শাহ আমানত বিমানবন্দর থেকে চার কেজি ছয়শ গ্রাম স্বর্ণসহ দুই বিমানকর্মীকে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিফতর। রোববার সকাল সাড়ে ৯টায় দুবাই থেকে আসা একটি বিমানে করে স্বর্ণগুলো অবৈধভাবে নিয়ে আসার সময় তাদের আটক করা হয়। শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারি কমিশনার(এসি) উম্মে নাহিদা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, বিমানের ট্রাফিক বিভাগের কর্মী বেলাল হোসেন ও শেখ কামাল।
নাহিদা আক্তার জাগো নিউজকে জানান, সকাল সাড়ে ৯টায় দুবাই থেকে আসা একটি বিমান (এফজেড৫৮৯) শাহ আমানতে অবতরণ করে। এসময় বিমানের ট্রাফিকের দায়িত্বপালনকারী দুই কর্মী বেলাল হোসেন ও শেখ কামাল বিমান থেকে বড় লাগেজে সিগারেটের প্যাকেট টেনে নামান। তবে গোপন সংবাদের ভিত্তিতে তৎপর থাকা শুল্ক গোয়েন্দা সদস্যরা তাদের লাগেজে তল্লাশী চালিয়ে স্বর্ণগুলো আটক করে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪.৬ কেজি। এর বাজার মূল্য দাম প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
জেইউ/এএইচ/পিআর