সৌদিতে সড়ক দুর্ঘটনার তথ্য জানতে ইলেকট্রিক ডিভাইস


প্রকাশিত: ০৬:৪৫ এএম, ০৩ মে ২০১৭

ট্রাফিক দুর্ঘটনার তথ্য জানতে অ্যানালগ পদ্ধতির পরিবর্তে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। আগামী পহেলা রমজান থেকেই নতুন এই কার্যক্রম শুরু হবে। খবর সৌদি গেজেটের।

সোমবার রাজধানী রিয়াদে বীমা কোম্পানির সাধারণ কমিটি আয়োজিত ‘চতুর্থ সৌদি বীমা সেমিনারে’ জেনারেল ডিপার্টমেন্ট অব ট্রাফিকের উপ-পরিচালক মেজর জেনারেল মুহাম্মাদ আল-বাকমি এ তথ্য জানিয়েছেন।

আল-বাকমি জানান, অদূর ভবিষ্যতে বীমা না করা গাড়িগুলো চিহ্নিত করা হবে। এছাড়া ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য ১শ ৫০ রিয়েল জরিমানা করা হবে। বর্তমানে বীমা করা গাড়ির হার ৪৬ শতাংশ বলেও জানান তিনি।

রাস্তায় চলাচলের সময় ট্রাফিক আইন এবং নিয়ম-নীতি না মানলে বীমার প্রিমিয়াম বাড়ানো হবে। অন্যদিকে যারা ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলবে তাদেরকে উৎসাহ প্রদানের ব্যবস্থা করা হবে।

কেএ/টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।