আইএসে যোগদানে মুসলিম তরুণদের উৎসাহিত করছে তেলেঙ্গানা পুলিশ


প্রকাশিত: ০৫:২২ এএম, ০৩ মে ২০১৭

ভারতে মুসলিম তরুণদের আইএসে যোগদানে উৎসাহিত করছে তেলেঙ্গানা পুলিশ। কংগ্রেসের সাধারণ সম্পাদক দিগবিজয়া সিং এমন মন্তব্য করেছেন। তার এমন মন্তব্যের পেছনে সঠিক প্রমাণ দেখাতে বলেছে ক্ষমতাশীল বিজেপি পার্টি। তেলেঙ্গানা প্রদেশের সরকারও তার এমন বক্তব্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

সোমবার এক টুইট বার্তায় উত্তেজনাকর মন্তব্য করেছেন সিং। তিনি বলেছেন, ‘তেলেঙ্গানা পুলিশ আইএসের একটি কৃত্রিম সাইট তৈরি করেছে। এটি মুসলিম তরুণদের আইএসের কাজকর্মে উৎসাহিত করছে।

তিনি আরো বলেছেন, শাজাপুরে ট্রেনে বিস্ফোরণের ঘটনায় আটক অভিযুক্ত এবং কানপুরে ইনকাউন্টারের ঘটনা তেলেঙ্গানা পুলিশের সাজানো নাটক।

জ্বালাময়ী তথ্য প্রকাশ করে পুলিশ মুসলিম তরুণদের ফাঁদে ফেলার চেষ্টা করছে এবং তাদের আইএসের প্রতি উৎসাহিত করছে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী কে চন্দ্র শেখন রাওকে সাড়া দেওয়ার আহ্বান জানান তিনি।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।