পদত্যাগ করলেন লিবিয়ার প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৮:১৪ এএম, ৩০ আগস্ট ২০১৪

লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল্লাহ আল থিনাই ও তার মন্ত্রিসভা পদত্যাগ করেছে। সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, জুন মাসে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে নির্বাচিতরা শিগগিরই নতুন সরকার গঠন করবেন। এ জন্য বৃহস্পতিবার পদত্যাগ করেছে অন্তর্বর্তী সরকার।

মন্ত্রিসভার পক্ষ থেকে বলা হয়েছে, লিবিয়ার সংবিধান অনুযায়ী সমাজের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধি নিয়ে হাউস অব রিপ্রেজেন্টেটিভ সদস্যদের নতুন সরকার গঠন করতেই অন্তর্বর্তী সরকার পদত্যাগ করেছে।

উল্লেখ্য, মার্চ মাসে থিনাইকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু বিরোধীদের অবস্থান এবং সরকারের দুর্বল অবস্থার কারণে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। এর পর ইসলামপন্থীদের সমর্থিত আহমেদ মেইতিগকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়। কিন্তু তা দেশটির সংবিধান পরিপন্থী হওয়ায় আবার থিনাইকে অন্তর্বর্তী সরকারের প্রধান করা হয়।  সূত্র : আলজাজিরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।