মমতা ব্যানার্জিকে ‘হিজড়া’ ডাকলেন বিজেপি নেতা


প্রকাশিত: ০৯:৩১ এএম, ০১ মে ২০১৭

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ‘হিজড়া’ বলে মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতা। একই সঙ্গে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে বিরোধীদের দমনের রাজনীতি করছেন বলে অভিযোগ এনেছেন তিনি।

পশ্চিম মিদনাপুরে বিজেপির এক বৈঠকে রাজ্য প্যানেলের সদস্য শ্যামপদ মন্ডল বলেন, মুসলিমরা যেভাবে ধর্মীয় চর্চা করেন; মমতাও তাই করছেন।

বিজেপির এই নেতা বলেন, মমতা গুণ্ডামি ও নাটকীয় রাজনীতির চর্চা করছেন। আমরা বিশ্বাস করতে পারি না যে তিনি একজন নারী নাকি পুরুষ। আমি বলবো, তিনি হিজড়া হয়ে গেছেন।

বিজেপি নেতা শ্যামপদের এই মন্তব্যের পর তৃণমূল কংগ্রেসের নেতা পার্থ চ্যাটার্জি বলেন, তারা (বিজেপি নেতারা) মনে করেন যে এ ধরনের মন্তব্য করে দলকে শক্তিশালী করবেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।