আরও ৪ হাজার কর্মকর্তাকে বরখাস্ত করেছে তুরস্ক


প্রকাশিত: ০৪:২৮ এএম, ৩০ এপ্রিল ২০১৭

আরও চার হাজার সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করেছে তুরস্ক। গত বছরের জুলাইয়ের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর দেশজুড়ে বহু সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করেছে তুর্কি সরকার।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে এক হাজারের বেশি বিচার বিভাগের কর্মকর্তা, প্রায় দেড় হাজার সেনা সদস্য এবং বিমান বাহিনীর অন্তত ১শ পাইলট রয়েছেন।

পৃথক একটি আদেশে তুর্কি সরকার দেশটিতে টিভি ডেটিং শো নিষিদ্ধ করেছে। এদিকে, শনিবার সকালে দেশটিতে অনলাইন এনসাইক্লোপিডিয়া উইকিপিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে বুধবার যুক্তরাষ্ট্রে নির্বাসিত আধ্যাত্মিক নেতা ফেতুল্লাহ গুলেনের সঙ্গে যোগাযোগ রাখার সন্দেহে ৯ হাজার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত এবং আরো এক হাজার পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।

গত বছরের ওই ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পেছনে ফেতুল্লা গুলেনকে দায়ী করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।