ফের উত্তর কোরিয়ার ‘ক্ষেপণাস্ত্র’ পরীক্ষা


প্রকাশিত: ১১:০৬ পিএম, ২৮ এপ্রিল ২০১৭
ফাইল ছবি/সংগৃহীত

উত্তর কোরিয়া আবারও শক্তিশালী ব্যালাস্টিক ক্ষেপনাস্ত্রের (মিসাইল) পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যে আবারও এ মিসাইলের পরীক্ষা চালানোর খবর শোনা যাচ্ছে।

শুক্রবার দিনগত মধ্যরাতে এ ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালানো হয় বলে বিবিসির খবরে জানানো হয়েছে। তবে এই ক্ষেপনাস্ত্রের পাল্লা কতদূর তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় বলে জানায় আন্তর্জাতিক এ সংবাদমাধ্যমটি।

দক্ষিণ কোরিয়ার মিলিটারি চিফ অব স্টাফ জানায়, স্থানীয় সময় শনিবার সকালে দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ের উত্তরে পাইংগান প্রদেশের দক্ষিণ দিক থেকে ক্ষেপনাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। তবে ক্ষেপনাস্ত্রটির ধরণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

N_korea_missileতবে এ বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি উত্তর কোরিয়া। এদিকে মার্কিন সরকারের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, ক্ষেপনাস্ত্রের এ পরীক্ষা সফল হয়নি।

পিয়ংইয়ংয়ের ক্ষেপনাস্ত্র পরীক্ষার কথা এমন সময় শোনা যাচ্ছে যখন ইউএস সেক্রেটারি রেক্স টিলারসন উত্তর কোরিয়ার ‘পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা’র বিরুদ্ধে এগিয়ে আসতে বিশ্বের প্রতি আহ্বান জানালেন, ঠিক তখনই!

এর এক সপ্তাহেরও কম সময়ের আগে একটি ব্যর্থ মিসাইল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। যদিও ওই সময় মার্কিন সেনাবাহিনী দাবি করে, উৎক্ষেপণের কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি বিস্ফোরিত হয়ে যায়।

এমএমএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।