ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত


প্রকাশিত: ১০:৩২ পিএম, ২৮ এপ্রিল ২০১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৭ দশমিক ১ মাত্রার ওই কম্পনে কেঁপে ওঠে দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত মিন্দানাও দ্বীপ। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ২৩ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে এই শক্তিশালী ভূমিকম্পের খবর নিশ্চিত করেছে।

ইউএসজিএস বলছে, ভূপৃষ্ট থেকে মিন্দানাওয়ের দক্ষিণ উপকূলে এ ভূমিকম্পের গভীরতা ছিল ৪১ কিলোমিটার (২৫ মাইল), যা ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

দেশটির জাতীয় সুনামী সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এ ঘটনায় ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া অংশে সুনামি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোনো সতর্কতা জারি করা হয়নি।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই বা পশ্চিম উপকূলেও কোনো সুনামি সতর্কতা নেই বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

এমএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।