আর্জেন্টিনার খেলায় সন্তুষ্ট নন ম্যারাডোনা


প্রকাশিত: ০৪:৪১ এএম, ০৩ জুলাই ২০১৪

সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠলেও আর্জেন্টিনার খেলায় সন্তুষ্ট নন সাবেক আর্জেন্টাইন সুপারস্টার দিয়েগো ম্যারাডোনা। পাশাপাশি তিনি নীল-সাদা দলের খেলার সমালোচনাও করেন।

ম্যারাডোনা মনে করেন দলকে অনপ্রাণিত করতে পারছেন না কোচ আলেসান্দ্র সাবেলা ৷ দলের আক্রমণভাগ নিয়েও সরব তিনি। আক্রমণে লিওনেল মেসি একা হয়ে পড়েছেন তাতেই বিরক্ত সাবেক সুপারস্টার।

ম্যারাডোনা বলেন, “আমি মনে করি না আমরা খুব ভাল শুরু করেছি। মেসি আক্রমণে একা হয়ে পড়ছে। আর্জেন্টিনার মাঝমাঠ ঠিকমতো কাজ করছে না। মেসি যদি এভাবে না খেলতে পারেন তাহলে পরের রাউন্ডে আমরা সমস্যায় পড়বো।

বেলজিয়াম ম্যাচ প্রসঙ্গে কিংবদন্তি এই তারকা বলেন, আর্জেন্টিনা ৪০ শতাংশ ফুটবল খেলছে। এরপর বেলজিয়ামের বিরুদ্ধে পরের ম্যাচ খেলবো আমরা। এখনো যদি দলের ঘুম না ভাঙে তাহেল কিন্তু সমস্যায় পড়ব আমরা।”

আগামী শনিবার ব্রাসিলিয়ার ন্যাশনাল স্টেডিয়ামে ‘রেড ডেভিল’ খ্যাত বেলজিয়ামের মুখোমুখি হবে মেসিরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।