রুশবিরোধী গোয়েন্দা সক্ষমতা বাড়াতে হবে : মার্কিন জেনারেল


প্রকাশিত: ০১:৪৬ পিএম, ০১ মে ২০১৫

ইউক্রেনে রুশবিরোধী মার্কিন গোয়েন্দা সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন একজন সেনা কমান্ডার। শুক্রবার ইউরোপে ন্যাটো বাহিনীর মার্কিন কমান্ডার জেনারেল ফিলিপ ব্রিডলাভ দেশটির কংগ্রেসের প্রতি এ আহ্বান জানিয়েছেন।

গোলযোগপূর্ণ এ অঞ্চলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কৌশলগত অভিসন্ধি ভালোভাবে ঝোঝার জন্য এ সক্ষমতা বাড়ানো দরকার বলে কংগ্রেসের এক শুনানিতে দাবি করেন মার্কিন বিমান বাহিনীর জেনারেল ব্রিডলাভ।

তিনি বলেন, ইউক্রেনসহ ওই অঞ্চলে গত এক বছরে রুশ সামরিক অভিযানের মাধ্যমে বোঝা যাচ্ছে, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের কাজে আমেরিকার মারাত্মক ঘাটতি রয়েছে।

রাশিয়ার কোনো কোনো সামরিক তৎপরতায় আমেরিকা বিস্মিত হয়েছে বলে স্বীকার করেন তিনি। জেনারেল ব্রিডলাভ বলেন, ইউক্রেনে রুশ তৎপরতার বিষয়ে ওয়াশিংটনের তথ্য খুবই সীমিত ছিল।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।