এবার ভূমিকম্প আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে


প্রকাশিত: ১১:১১ এএম, ০১ মে ২০১৫

এবার ভূমিকম্প আঘাত হেনেছে ভারত মহাসাগরে অবস্থিত আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে। তবে শক্তিশালী নয়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। শুক্রবার বেলা ২টা ৪৫ মিনিট নাগাদ আতঙ্ক জাগিয়ে কেঁপে ওঠে ভারতের দক্ষিণ প্রান্তের দ্বীপ রাজ্যটি।

রাজধানী পোর্টব্লেয়ারের দক্ষিণ-পশ্চিমে ১৩৫ কিলোমিটার দূরে এপিসেন্টারটির সন্ধান পাওয়া গেছে। ভূপৃষ্ঠ থেকে গভীরতা ১০ কিলোমিটার। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত শনিবার (২৫ এপ্রিল) নেপালের ভয়াবহ ভূমিকম্পের এক সপ্তাহের মাথায় আরও একবার ভারতীয় উপমহাদেশে ভূ-কম্পন সাধারণ মানুষের মনে ভীতির জন্ম দিয়েছে। নেপালে এখন পর্যন্ত প্রায় ছয় হাজার জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।