যৌন আক্রমণকারীর উদ্দেশে অক্সফোর্ড ছাত্রীর খোলা চিঠি


প্রকাশিত: ০৯:৫৩ এএম, ০১ মে ২০১৫

গত ১১ এপ্রিল যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের টিউব স্টেশন থেকে বের হওয়ার পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী যৌন হয়রানির শিকার হন। পরে এ নিয়ে জল অনেক দূর পর্যন্ত গড়ায়। এবং সংবাদ মাধ্যমেও এ নিয়ে প্রতিবেদন ছাপা হয়। সম্প্রতি সেই যৌন উৎপীড়কের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন ওই ছাত্রী। টুইটার ও ফেসবুকে এখন এটি শেয়ারের ধুম পড়েছে।

একটি `স্টুডেন্ট নিউজপেপারে` আইয়োন ওয়েলস নামের ওই শিক্ষার্থী লিখেছেন, আমি জানি না আপনার জীবনে কে আছে। আমি আপনার সম্পর্কেও কিছু জানি না। কিন্তু আমি এটি জানি যে, আপনি সে রাতে শুধু আমাকে আক্রমণ করেননি।

আমি একজন মেয়ে, আমি একজন বন্ধু, আমি একজন গার্লফ্রেন্ড, আমি একজন শিক্ষার্থী, আমি একজন চাচাতো বোন, আমি একজন ভাইঝি, আমি একজন কর্মচারী যে সবাইকে কফি খাওয়ায়। যাদের সঙ্গে আমার এ সম্পর্ক, যারা আামাকে গড়ে তুলেছে আপনি সবাইকেই যৌন হয়রানি করেছেন।

আমি সত্যকে অতিক্রম করেছেন। আমি লড়ে যেতে একটুও পেছনে সরব না। পৃথিবীতে খারাপ মানুষের চেয়ে ভালো মানুষের সংখ্যাই বেশি। আইয়োন ওয়েলস (২০) তার “এ লেটার টু মাই অ্যাজল্টার” শিরোনামে লেখা এই খোলা চিঠিতে লিখেছেন, আমাদের রাতে বাড়ি ফেরাটা যে অনিরাপদ সেটি আমার সমাজ বুঝবে না।

আমরা রাতে রাস্তায় একা হাঁটব। আমাদের কেউ বিপদে পড়লে আমরা একসঙ্গে এগিয়ে আসব। এটি একটি যুদ্ধ। আপনি জিততে পারবেন না। আইওয়া অন্যদেরকেও তার মতো এরকম অভিজ্ঞতার কথা শেয়ার করার জন্যে আহ্বান জানিয়েছেন। এই চিঠিতে তিনি লিখেছেন যে, তার উপর এই হামলাকারী সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে।

আইওয়া তার চিঠিতে ওই ঘটনার বিবরণ দিতে গিয়ে লিখেছেন, আপনি আমার চুল ধরে টেনেছিলেন, আপনি আমাকে মাথায় আঘাত করেছিলেন এবং আমাকে সাহায্য চেয়ে চিৎকার করতে নিষেধ করেছিলেন। আপনি আমার ব্রা ছিড়ে ফেলেছিলেন এবং স্তন খামচে ধরেছিলন।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।