ট্রাম্পের সঙ্গে আবারো ফোনালাপের সম্ভাবনা তাইওয়ান প্রেসিডেন্টের


প্রকাশিত: ০১:০১ পিএম, ২৭ এপ্রিল ২০১৭

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আবারো সরাসরি ফোনালাপ হতে পারে।

এর আগেও সাইয়ের সঙ্গে কথা হয়েছে ট্রাম্পের। ১৯৭৯ সালে তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সব ধরণের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর এটিই ছিল দীর্ঘদিন পরে দু’দেশের রাষ্ট্রপ্রধানের প্রথম ফোনালাপ।

বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ একটি সাক্ষাতকারে সাই রয়টার্সকে জানান, ‘মার্কিন সরকারের সঙ্গে আমাদের সরাসরি যোগাযোগের সুযোগ রয়েছে।’

তিনি আরো বলেন, ‘দু’দেশের মধ্যে কথা হতে পারে। কিন্তু পরিস্থিতি এবং আঞ্চলিক বিষয়ে মার্কিন সরকারের বিবেচনার ওপর এটা নির্ভর করবে।’

তবে এর আগে সাইয়ের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ ভালভাবে গ্রহণ করেনি বেইজিং। কারণ তাইওয়ান নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি করে। অপরদিকে, চীনের দাবি তাইওয়ান চীনেরই অংশ।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।