রুশ যুদ্ধজাহাজের সঙ্গে মালবাহী জাহাজের সংঘর্ষ, নিখোঁজ ১৫


প্রকাশিত: ১২:০৭ পিএম, ২৭ এপ্রিল ২০১৭

কৃষ্ণ সাগরের বসফরাস প্রণালির কাছে রাশিয়ার নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের সঙ্গে মালবাহী একটি জাহাজের সংঘর্ষ হয়েছে। তুরস্কের ইস্তাম্বুলের কিলিয়স শহর থেকে ১৮ মাইল উত্তরে সাগরে এ সংঘর্ষ হয়েছে।

নৌবাহিনীর ওই জাহাজ থেকে ৪৫ সেনাকে উদ্ধার ও ১৫ জনের নিখোঁজের তথ্য প্রথম জানানো হয়। পরে তুরস্কের কোস্টগার্ডের সদস্যরা জানান, রুশ ওই জাহাজ থেকে ৭৮ সেনাকে উদ্ধার করা হয়েছে।

আরটি বলছে, রুশ নৌবাহিনীর গোয়েন্দা জাহাজ ‘লিমান’র সঙ্গে টোগোর মালবাহী একটি জাহাজের সংষর্ষ হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছে। ঘন কুয়াশার কারণে এ সংঘর্ষ ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা জাহাজ লিমান বসফরাস প্রণালির ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে দুর্ঘটনার কবলে পড়েছে। এতে ওই জাহাজের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।