সিরিয়ায় বিমানবন্দরের কাছে ভয়াবহ বিস্ফোরণ


প্রকাশিত: ০৭:৩২ এএম, ২৭ এপ্রিল ২০১৭

সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ভয়াবহ একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি পর্যবেক্ষণ সংস্থা এ তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটসের প্রধান রামি আবদেল রাহমান জানিয়েছেন, বিস্ফোরণটি বেশ বড় আকারের ছিল। রাজধানী থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

রাজধানী থেকে ২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বিমানবন্দরের অবস্থান। বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বিস্ফোরণ থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবারের ওই ভয়াবহ বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।

লেবাননের আল মানার টিভি জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলার কারণে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। সংবাদে জানানো হয়েছে, ওই বিস্ফোরণে শুধুমাত্র অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে।

গত মাসে দামেস্কে বিদ্রোহী যোদ্ধারা আকস্মিক আক্রমণ চালানোর পর পূর্বাঞ্চলে ক্রমাগত বোমা হামলা চালিয়েছে সিরীয় সরকার।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।